॥প্রতিনিধি॥ রাজবাড়ী সদর উপজেলার বরাটের অন্তার মোড়ের অদূরে শহর রক্ষা বেড়ি বাঁধের বুক চিড়ে পাইপ ঢুকিয়ে অবাধে বালু উত্তোলন করে চলেছে কিছু সংখ্যক দুর্বৃত্ত।
বেড়িবাঁধের এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। প্রতি বছর বর্ষা মৌসুমে প্রবল ¯্রােত ও পানির চাপে বাঁধটি রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কোনভাবে যদি একবার এই বাঁধের মধ্য দিয়ে পানি প্রবেশ করতে পারে তাহলে বাঁধ ভেঙ্গে রাজবাড়ী শহরসহ জেলার প্রায় এক তৃতীয়াংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত হবে। অথচ সেই বেড়িবাঁধের মধ্যে প্রকাশ্যে ডিপটিউবওয়েলের মতো পাইপ দিয়ে ছিদ্র করে ৬-৮ ইঞ্চি ব্যাসার্ধের পাইপ ঢুকিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয়রা জানান, এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তি এ কাজটি করছে অথচ দেখার কেউ নাই। আগামী বর্ষা মৌসুমে ছিদ্রটি নিঃসন্দেহে হুমকী স্বরূপ হবে। কারণ এই ছিদ্র দিয়ে পানি ঢুকে বেড়িবাঁধটি ধসে যেতে পারে। এলাকাবাসী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখার দাবী জানিয়েছে।