॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচনে ৪নং ওয়ার্ডে (রামকান্তপুর, আলীপুর ও বাণীবহ ইউনিয়ন) সাধারণ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হাসান মিন্টুর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বানিবহ ইউপির সাবেক মেম্বার আব্দুল হক মন্ডল দারোগালী।
নির্বাচনে তালা প্রতীক নিয়ে ২৭ভোট পেয়ে জয়লাভ করেন নাজমুল হাসান মিন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত আব্দুল হক মন্ডল দারোগালী হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ১২ভোট।
উল্লেখ্য, নাজমুল হাসান মিন্টু আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা শওকত হাসানের ছোট ভাই।
মিন্টুর কাছে পরাজিত আ’লীগ সমর্থিত প্রার্থী দারোগালী
