Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী শহরের বিনোদপুরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে বিদেশগামী কিশোরের মৃত্যু

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় গত ১৯শে নভেম্বর রাতে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র রাসেল শিকদার(১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, ঘটনার রাত ১১টার দিকে নিহত রাসেলসহ কয়েকজন বিনোদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন ফুকু মিয়ার বাড়ীর সামনে বিদ্যুতের সংযোগ নিয়ে আলোতে ব্যাডমিন্টন খেলছিল। খেলা শেষে বিদ্যুতের লাইন খুলতে গিয়ে রাসেল অসতর্কতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাসেল রাজবাড়ী মাছ বাজারের চা দোকানী পলাশ শিকদারের একমাত্র সন্তান ছিল। দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা ও বয়স্কদের ফ্রি চা খাওয়ানোর কারণে পলাশ শিকদারের সুখ্যাতি রয়েছে। তাদের স্থায়ী নিবাস রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের জয়রামপুর (বামনীপুর) গ্রামে। বর্তমানে তারা বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকার পরিবহন কর্মী সালামের বাড়ীতে ভাড়া থাকে।
পারিবারিক সুত্র জানায়, মালয়েশিয়া প্রবাসী মামার সহযোগিতায় খুব শীঘ্রই রাসেলের সেখানে যাওয়ার কথা ছিল। ইতিমধ্যে পাসপোর্ট, মেডিকেল, ভিসাসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথমভাগে তার ফ্ল¬াইটের সম্ভাবনা ছিল। কিন্তু অকালমৃত্যু রাসেল ও তার বাবা-মায়ের সেই স্বপ্ন ভেঙ্গে দিল। মালয়েশিয়া প্রবাসী ওই মামা শেষবারের মতো দেখতে চাওয়ায় গতকাল সোমবার রাসেলের দাফন করা হয়নি। আজ মঙ্গলবার সকালে জয়রামপুর (বামনীপুর) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে।