Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এখন থেকে সপ্তাহের ২দিন বসবে কালুখালীর পশু হাট

॥মোখলেছুর রহমান॥ এখন থেকে প্রতি সপ্তাহে ২দিন (রবি ও বুধবার) করে বসবে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ঐতিহ্যবাহী পশু হাট। গতকাল ১২ই নভেম্বর রবিবার থেকে নতুন এই নিয়ম চালু হয়েছে।
কালুখালী পশু হাট কমিটির পরিচালক খাইরুল ইসলাম খায়ের, জাকির হোসেন মোল্লা ও শাহ্ আজিজ জানান, এতদিন সপ্তাহের ১দিন (প্রতি বুধবার) এই হাট বসতো। বর্তমানে এই পশুর হাট জমে ওঠায় পশু ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে প্রতি সপ্তাহে ২দিন (রবি ও বুধবার) করে এই হাট বসবে।
গতকাল রবিবার প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। পশু ব্যবসায়ীদের সুবিধার্থে নতুন করে হাট বসানো হয়েছে বলে রবিবারের হাটে ক্রেতা-বিক্রেতাদের কোন প্রকার হাসিল লাগবে না। এছাড়া বুধবারের হাটে খুব অল্প খরচে নিরাপত্তার সাথে পশুর ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতারা ক্রয়-বিক্রি করতে পারবে।