Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এখন থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে ঃ পাংশায় এমপি মোঃ জিল্লুল হাকিম

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল ১২ই নভেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র ওয়াজেদ আলী মাষ্টার, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মোঃ ওদুদ সরদার এছাড়া বিভিন্ন ইউপি আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, এখন থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে দলীয় সভা-সমাবেশে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র জনসাধারণের সামনে তুলে ধরতে হবে। তৃণমূলের দলীয় নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহণের মাধ্যমে সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় আগামী ২৫শে নভেম্বর অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের কর্মীসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করণ ও দলীয় সদস্য সংগ্রহের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, মাছপাড়া ইউপি চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য আহম্মদ হোসেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, যশাই ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, মৌরাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, কলিমহর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল, শরিষা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, কসবামাজাইল ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।