Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বেড়াডাঙ্গায় রাস্তার কাজ পরিদর্শন করলেন রাজবাড়ী পৌরসভা মেয়র মহম্মদ আলী

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী গতকাল ১১ই নভেম্বর সকাল ১০টায় বেড়াডাঙ্গা তালতলা হতে লতিফের বাড়ী পর্যন্ত ৫শ মিটার রাস্তার এক পাশ বর্ধিতকরণ ও কার্পেটিংয়ের কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি রাস্তার কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে নির্দেশ দেন। এ সময় পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী খান, উপ-সহকারী প্রকৌশলী(সিভিল) আব্দুস সোবাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জিপি এডঃ মোঃ রফিকুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠান এমএই এন্ড ডিসিএল(জেভি)’র প্রতিনিধি আজিজুল ইসলাম বাবু, রতন কর ও খাইরুল বাশারসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ঠিকাদারী প্রতিষ্ঠান এমএই এন্ড ডিসিএল (জেভি)’র প্রতিনিধি আজিজুল ইসলাম বাবু জানান, থার্ড আরবান গভর্ন্যান্স এন্ড ইনফাসটেকচার ইমপুরুভমেন্ট(সেক্টর) প্রোজেক্ট (ইউজিআইআইপি-থ্রি) প্রকল্পের ইউজিআইআইপি-থ্রি টু/রাজবাড়ী/ইউটি+ডিআর/০১/২০১৬(পিআর-৩০) সাব প্রজেক্টের আওতায় পৌর এলাকার বেড়াডাঙ্গা তালতলা হতে লতিফের বাড়ী পর্যন্ত ৫শ মিটার রাস্তার এক পাশ বর্ধিতকরণ ও কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই সফলভাবে কাজ সম্পন্ন করা সম্ভব হবে।