॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী গতকাল ১১ই নভেম্বর সকাল ১০টায় বেড়াডাঙ্গা তালতলা হতে লতিফের বাড়ী পর্যন্ত ৫শ মিটার রাস্তার এক পাশ বর্ধিতকরণ ও কার্পেটিংয়ের কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি রাস্তার কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে নির্দেশ দেন। এ সময় পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী খান, উপ-সহকারী প্রকৌশলী(সিভিল) আব্দুস সোবাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জিপি এডঃ মোঃ রফিকুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠান এমএই এন্ড ডিসিএল(জেভি)’র প্রতিনিধি আজিজুল ইসলাম বাবু, রতন কর ও খাইরুল বাশারসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ঠিকাদারী প্রতিষ্ঠান এমএই এন্ড ডিসিএল (জেভি)’র প্রতিনিধি আজিজুল ইসলাম বাবু জানান, থার্ড আরবান গভর্ন্যান্স এন্ড ইনফাসটেকচার ইমপুরুভমেন্ট(সেক্টর) প্রোজেক্ট (ইউজিআইআইপি-থ্রি) প্রকল্পের ইউজিআইআইপি-থ্রি টু/রাজবাড়ী/ইউটি+ডিআর/০১/২০১৬(পিআর-৩০) সাব প্রজেক্টের আওতায় পৌর এলাকার বেড়াডাঙ্গা তালতলা হতে লতিফের বাড়ী পর্যন্ত ৫শ মিটার রাস্তার এক পাশ বর্ধিতকরণ ও কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই সফলভাবে কাজ সম্পন্ন করা সম্ভব হবে।