Site icon দৈনিক মাতৃকণ্ঠ

অস্ত্রসহ চরমপন্থী দলের নেতা লাল মিয়া গ্রেফতার

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম থেকে চরমপন্থী দলের আঞ্চলিক নেতা লাল মিয়া সরদার (৩০)কে গত ২৬শে ডিসেম্বর রাতে জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি’র) একটি দল আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে। সে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের ছামাদ সরদারের পুত্র।
রাজবাড়ীর ডিবি’র ওসি মোঃ ওবাইদুর রহমান জানায়, চর বরাট গ্রামের ভাঙ্গা রাস্তার মোড় পদ্মা নদীর পাড়ে বসে নিষিদ্ধ চরমপন্থী সর্বহারা লাল পতাকা দলের কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী গোপন বৈঠক করার সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে লাল মিয়াকে হাতেনাতে আটক করে। তার ডান হাত থেকে বাটসহ ১২ইঞ্চি লম্বা দেশীয় তৈরী একটি আধুনিক ওয়ান শুটার গান ও কোমরে রাখা দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। সে চর বরাট এলাকায় নদীর পাড়ে তার সহযোগিদের নিয়ে চরের জমি দখল করার উদ্দেশ্যে মিটিং করছিল। গ্রেফতারের পর তাকে রাতেই গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্রসহ সোর্পদ করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার এস.আই মোঃ আমিনুল ইসলাম জানান, অস্ত্রসহ গ্রেপ্তারকৃত আসামীকে গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ীর ২নং আমলী আদালতে পাঠানো হয়েছে।