॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গত ৯ই নভেম্বর বেলা সাড়ে ১১টায় কল্যাণপুর সিদ্দিকীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এর মধ্য দিয়ে আলীপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের যুগান্তকারী ব্যতিক্রমী কার্যক্রম সমাপ্ত হলো।
আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসানের সভাপতিত্বে শিক্ষা উপকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী ও কল্যাণপুর সিদ্দিকীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সিদ্দিক ব্যাপারী ও মোঃ ইউনুসুর রহমান, মাদ্রাসার শিক্ষিকা লুৎফুন্নেছা প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মাদ্রাসার শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান জানান, শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর মধ্য শিক্ষা উপকরণ বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে ইউনিয়ন পরিষদের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরী ২টি করে উন্নতমানের খাতা দেওয়া হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে এই শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। শিক্ষার্থীরা এই খাতা পেয়ে খুব খুশী হয়েছে। শিক্ষার্থীদের অভিভাবকসহ সকলেই ইউনিয়ন পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি এই কার্যক্রম চলমান থাকবে উল্লেখ করে আলীপুর ইউনিয়নকে সমগ্র দেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান কিছুদিন পূর্বে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়ে সরকারীভাবে বিদেশ সফর করে আসেন। ইউনিয়নের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা ও সড়ক বাতি স্থাপনসহ ব্যতিক্রমধর্মী জনসেবামূলক বিভিন্ন কাজ করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।