॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের গোয়ালন্দ উপজেলা শাখার পক্ষ থেকে গত ২৬শে ডিসেম্বর সন্ধ্যা ৭টায় গোয়ালন্দ পৌরসভার হল রুমে মৃত নির্মাণ শ্রমিক মশিউর রহমান (৩৫)-এর পরিবারের সদস্যদের মৃত্যুকালীন অনুদানের ২০হাজার টাকা প্রদান করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ইউছুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক লালন শেখ, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর আঃ রশিদ ফকির, কোমল কুমার সাহা, নাসির উদ্দিন রনি ও কুব্বাদ কাজী। এ সময় অন্যান্যের মধ্যে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাজাহান শান্টু, গোয়ালন্দ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহবায়ক বেলায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মেহেদুল হাসান আক্কাছ, সদস্য ওয়াজেদ শেখ, গোলাপ দেওয়ান, মজিবর শেখ, শোমসের শেখ, আঃ মমিনসহ বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৃত মশিউর রহমানের স্ত্রী শর্মি বেগম এবং দুই সন্তান মিতু আক্তার ও সুজন এই অনুদানের অর্থ গ্রহণ করেন। এ ছাড়াও গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম মৃতের পরিবারকে ব্যক্তিগতভাবে ২০হাজার টাকা ও পৌরসভার তহবিল থেকে ১০হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, নির্মাণ শ্রমিক মশিউর রহমান প্রায় দেড় মাস পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
নির্মাণ শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান
