॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর করনেশন ফজল মাতুব্বর পাড়ার বাসিন্দা ফজল ফকির ওরফে ফজল মাতুব্বরের ছেলে গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী ডিগ্রী কলেজের সাবেক মেধাবী ছাত্র, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্লাস এ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোঃ রায়হান ফকীর(২৩) গত সোমবার দুপুরে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি —– রাজিউন)।
গতকাল মঙ্গলবার বেলা এগারটায় নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক মোহাঃ রফিকুল আলম বেগ, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন শোক জানিয়েছেন। তার নামাজে জানাযায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হানের ইন্তেকাল
