Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর হাসপাতালে জন্ম নিল অদ্ভুত এক শিশু!

॥শিহাবুর রহমান/কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী সদর হাসপাতালে চার হাত, চার পা, দুই মাথা ও এক চোখ নিয়ে অদ্ভুত এক শিশুর জন্ম হয়েছে। গতকাল ৭ই নভেম্বর রাত ৮টার দিকে হাসপাতালের গাইনী বিভাগে বিউটি বেগম(২৫) নামে এক গৃহবধু এ অদ্ভুত শিশুর জন্ম দেয়।
এমন অদ্ভুত শিশুর জন্ম নেয়ার খবর ছড়িয়ে পরলে হাসপাতাল ও আশেপাশের মানুষ মৃত শিশুটিকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় জমায়। গৃহবধু বিউটি বেগম রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর ইউনিয়নের ইমদাদ হোসেনের স্ত্রী।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স খুশি খাতুন জানান, গতকাল ৭ই নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিউটি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এর ১০/১৫ মিনিট পরে প্রায় মৃত অবস্থায় শিশুটির ভূমিষ্ঠ হয়। এর কিছুক্ষণের মধ্যেই সদ্যজাত শিশু মারা যায়। তবে বিউটি বেগম সুস্থ্য আছেন। তিনি আরো জানান, শিশুটির ৪টি পা, ৪টি হাত ও ৩টি চোখ বিশিষ্ট ছিল। তবে তার মাথা একটাই।
মৃত শিশুটির নানী জামেনা বেগম জানান, তার মেয়ে বিউটি ৭মাসের গর্ভবতী ছিল। গতকাল ৭ই নভেম্বর বিকেলে তার প্রসব বেদন উঠলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর শিশুটির জন্ম হয়।
হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাহিদা জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বিউটি বেগম প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে নরমাল ডেলিভারী হয়ে এ অদ্ভুত শিশু জন্ম নেয়। জন্মের পরেই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। গৃহবধুর গর্ভে জমজ বাচ্চা থাকলেও তারা মাতৃগর্ভে আলাদা হতে পারেনি তাই এমন অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। এমন শিশুকে চিকিৎসা বিজ্ঞানে কনজেন্ট টুইন বলা হয়। উল্লেখ্য, শিশুটির ছবি প্রকাশ যোগ্য নয়।