Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ৬ই নভেম্বর দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘কৃষি প্রণোদনা কর্মসূচী রবি ও খরিপ-১/২০১৭-১৮’ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ (বীজ ও সার) বিতরণ করা হয়।
কালুখালী উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম খায়ের এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত কবির। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তাই বর্তমান সরকার চায় দেশের কৃষক ভাল থাকুক এবং কম খরচে বেশী ফসল উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। কৃষি অফিসের মাধ্যমে যে সার ও বীজ প্রদান করা হচ্ছে তা অত্যন্ত উন্নতমানের, বিশেষ করে যে বেগুন বীজ দেওয়া হচ্ছে তাতে কোন প্রকার পোকা লাগবে না। এই বেগুন বীজ তৈরী করতে এর পিছনে সরকারের প্রচুর মেধা ও অর্থ ব্যয় করতে হয়েছে। আপনাদের কাজ কৃষি অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে এই উন্নতমানের বীজ দিয়ে ভাল ফসল ফলানো।
জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম খায়ের বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক এবং কৃষি বান্ধব সরকার। এই সরকারের লক্ষ্য কৃষি খাতে ভাল বীজ সরবরাহের মাধ্যমে অধিক ফসল উৎপাদন করা। এ ক্ষেত্রে কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে রয়েছে।
সভাপতির বক্তব্যে কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান বলেন, বর্তমান সরকারের কৃষি মন্ত্রী অত্যন্ত দক্ষ। কৃষি বিষয়ে তিনি অত্যন্ত জ্ঞানী। তিনি সার্বক্ষণিক কৃষি বিভাগকে উৎসাহ দিয়ে যাচ্ছেন এবং দেশের কৃষি খাতের ব্যাপক উন্নয়ন করছেন।
আলোচনা শেষে ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ২ কেজি করে হাইব্রিড ভুট্টার বীজ, ২০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার এবং ১০ জন কৃষকের মাঝে উন্নতমানের বারি ২ প্যাকেট করে ভিটি বেগুনের বীজ, ১৫ কেজি করে এমওপি সার ও ১৫ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।