॥রেজাউল করিম॥ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব ঐতিহ্যের দলিল(ওয়ার্ল্ডস ডকুমেন্টারী হেরিটেজ)’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল ৬ই নভেম্বর সকালে আনন্দ র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে আনন্দ র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলা বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম বাতেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ চৌধুরীর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক লিটন, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ফরিদ, গোয়ালন্দ পৌর যুবলীগ নেতা মোঃ জসিম প্রমুখ।
বক্তাগণ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ‘বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারী হেরিটেজ)’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।