Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে প্রয়াত শিক্ষক চৌধুরী মোজাম্মেল হোসেনের কুলখানী অনুষ্ঠিত

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের প্রয়াত শিক্ষক মরহুম চৌধুরী মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গতকাল ৬ই নভেম্বর বেলা সাড়ে ১১টায় তার নিজ বাড়ীতে দোয়া-মিলাদ মাহফিল ও কুলখানী অনুষ্ঠিত হয়।
কুলখানীতে চৌধুরী মোজাম্মেল হোসেনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হারুন-অর রশিদ মানিক, জাহানারা বেগম কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান সাগর, মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, পরিবারের সদস্যদের মধ্যে মরহুমের মেয়ে সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মৌসুমী কবিতা প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ ওলিউল্লাহ্। কুলখানীতে ১০সহস্রাধিক লোক অংশগ্রহণ করে।
উল্লেখ্য, প্রবীণ শিক্ষক চৌধুরী মোজাম্মেল হোসেন বার্ধক্যজনিত কারণে গত ২০শে অক্টোবর দুপুরে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। দীর্ঘদিন তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার ছেলে-মেয়েদের মধ্যে বড় ছেলে চৌধুরী মঞ্জুরুল কবির বর্তমানে পুলিশের রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি হিসেবে কর্মরত রয়েছেন। মেজো ছেলে চৌধুরী মাহফুজুর কবির জুয়েল পেশায় ব্যবসায়ী, সেজো ছেলে চৌধুরী লিংকন ও মেয়ে মৌসুমী কবিতা সুপ্রীম কোর্টের আইনজীবী এবং ছোট ছেলে চৌধুরী হিমেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।