॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী মাছ বাজারের আফগাড়ী এলাকা থেকে পুলিশ গত ২৬শে ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ১৫লিটার চোলাই মদসহ দেলোয়ার হোসেন(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে পাবনা জেলার বেড়া উপজেলার তামিলনগর গ্রামের সন্তান মাহমুদের ছেলে।
রাজবাড়ী থানার এস.আই রঞ্জন বিশ্বাস জানান, গত ২৬শে ডিসেম্বর বিকেলে মাছ বাজার এলাকায় অভিযান চালানো হলে আফগাড়ীর পশ্চিম পাশে পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে দেলোয়ারকে আটক করা হয়। এরপর তার হাতে থাকা ব্যাগের ভিতর থেকে ১৫লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের দাম সাড়ে ৪হাজার টাকা।
এ বিষয়ে রাজবাড়ী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। গতকাল ২৭শে ডিসেম্বর আটক দেলোয়ারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মাছ বাজার থেকে মদসহ বিক্রেতা আটক
