Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে কলিমহর থেকে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার মতিয়ার অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা থানার পুলিশ গত ৫ই নভেম্বর গভীর রাতে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার মতিয়ার মন্ডল (৪০)কে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে।
ধৃত মতিয়ার মন্ডল কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের মনছের মন্ডলের ছেলে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে এস.আই মোঃ শাহীন মোল্লা, এস.আই বদিয়ার রহমান, এস.আই নুরুল আমীন, এএসআই রফিকুল ইসলাম ও এএসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় পুলিশের একটি দল গত রবিবার রাত পৌনে দুইটার দিকে হোসেনডাঙ্গা বাজারে বিশেষ অভিযান চালিয়ে দেশী তৈরী ১টি ওয়ান শুটার গান ও ২রাউন্ড তাজা কার্তুজসহ মতিয়ার মন্ডলকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ডাকাত দলের অপর ২/৩জন সদস্য কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি ধৃত আসামী মতিয়ার মন্ডলের কাঁধে ঝোলানো একটি লাল-নীল রঙের কাপড়ের ব্যাগের মধ্যে থাকা চেক লুঙ্গী ও হলুদ রঙের পাঞ্জাবী দিয়ে লুকানো ছিল।
পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন জানান, ধৃত আসামী মতিয়ার মন্ডল আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে খোকসা ও পাংশার সীমান্তবর্তী বসোয়া গ্রামসহ আশপাশের এলাকায় চুরি-ডাকাতিসহ নানা ধরণের অপরাধ কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতারের ঘটনায় ডাকাত দলের সর্দার মতিয়ার মন্ডলের বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা নং-০৪, তাং-৬/১১/২০১৭ইং দায়ের হয়েছে।