Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরে র‌্যাবের অভিযানে আটক ভুয়া ডাক্তারের ১বছরের কারাদন্ড

॥স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৮ ফরিদপুর ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৫ই নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার ল্যাব এশিয়া ডিজিটাল ডায়াগস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বদিউল আলম(৬৬) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করে।
আটকের পর তাকে ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ মল্লিকের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় তাকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডিত বদিউল আলম ফরিদপুরের কোতয়ালী থানাধীন গঙ্গাবর্দী গ্রামের মৃত আঃ জলিলের ছেলে।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি পাশ হলেও সে এমবিবিএসসহ বিভিন্ন ধরনের বিশেষায়িত ডিগ্রী ব্যবহার করে প্রতারণামূলকভাবে জটিল রোগের চিকিৎসা প্রদান করে আসছিল। ইতিপূর্বেও সে র‌্যাব কর্তৃক ধৃত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করে। কারাদন্ড ভোগ শেষে মুক্ত হওয়ার পর সে পুনরায় প্রতারনামূলকভাবে চিকিৎসা প্রদানে নিয়োজিত হয়।