॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় গতকাল শনিবার বর্নাঢ্য আয়োজনে ৪৬তম জাতীয় সমবায় দিবস-২০১৭ পালিত হয়েছে।
এ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় র্যালী, আলোচনা, শ্রেষ্ঠ সমবায়ী ও শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের সমন্বয়ে জাতীয় সমবায় দিবসের এসব কর্মসূচীর আয়োজন করা হয়।
জানাযায়, বেলা সাড়ে ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন এবং উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য সমবায় র্যালী বের করা হয়। র্যালী শেষে পাংশা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট সমবায়ী এবিএম লিয়াকত আলী খানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসিল্যান্ড শেখ রাশেদউজ্জামান, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ(হেনা মুন্সী) ও রাজবাড়ী জেলা পরিষদ সদস্য বেগম নুরুন্নাহার বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা সমবায় অফিসার এস.এম কামরুন নাহার, পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার ও বাহাদুরপুর দুগ্ধখামার সমবায় সমিতির সভাপতি ডাঃ মোঃ জয়নাল আবেদীন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উৎপাদনমুখী সমবায় করি-উন্নত বাংলাদেশ গড়ি প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।