॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম বাজারে গতকাল ৩রা নভেম্বর ব্যবসায়ী কাদের সরদারের পাইকারী দোকানে ৫৫ কেজির গমের ভূসির বস্তায় ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে।
সেনগ্রামের মজনু ও কানন নামের দুজন ব্যক্তি কাদের সরদারের পাইকারী দোকান থেকে ৫৫ কেজির দুই বস্তা গমের ভূসি ক্রয় করে তারা বস্তায় ওজনে কম পেয়েছেন বলে জানা গেছে। ৫৫ কেজির বস্তায় ১টিতে ৫৩.৮৮০ কেজি ও অপর বস্তায় ৫৩.২৬০ কেজি গমের ভূসি ওজনে পায় তারা। এ নিয়ে ক্রেতা সাধারণের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ব্যবসায়ী কাদের সরদারের দোকানের কর্মচারী আব্দুল গণি শেখ বস্তায় ৫৫ কেজি লেখা থাকলেও ওজন করে গমের ভূসি বিক্রয় করা হয় না বলে স্বীকার করেন। ওই দোকান থেকে গমের ভূসির বস্তা ক্রয় করে আরো অনেকেই প্রতারিত হয়েছেন বলে বাজারের কয়েকজন দোকানদার ও ব্যবসায়ী জানান।
এ ব্যাপারে বাহাদুরপুর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার মুন্সী জসিম বাজারে ক্রেতাসাধারণ যাতে প্রতারিত না হয় সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকির দাবী জানান।