Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে পাংশায় জেল হত্যা দিবস পালন

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশায় মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে গতকাল ৩রা নভেম্বর সন্ধ্যায় যথাযোগ্য মর্যাদার সাথে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আইডিয়াল গার্লস কলেজ ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাব, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, রাজবাড়ী জেলা ঘাতল দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা খান আব্দুল হাই, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ সহিদুর রহমান, পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তৈয়েবুর রহমান, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির কেন্দ্রীয় সভাপতি সুব্রত কুমার দাস সাগর, শরিষা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সোবাহান, কবি মোল্লা মাজেদ ও বাবুপাড়া ইউপি মেম্বার ও কাব্যপারের সেতু গ্রন্থের লেখক মোঃ আবুল হাশেম প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ’৭৫-এর পনেরই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা এবং ৩রা নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এএইচএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন এম মনছুর আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অবদানের স্মৃতিকথা তুলে ধরেন। নতুন প্রজন্মের মাঝে তাঁদের অবদানের ইতিহাস তুলে ধরার গুরুত্বারোপ করেন বক্তাগণ। অনুষ্ঠানে ১মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে অধ্যাপক নিরঞ্জন কুমার দাস, খাগজানা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবনাথ সরকার, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক মাসুদ রানা বাদশা, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মাহমুদুর রহমান মিনান, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা পৌরসভার বাজার পরিদর্শক জাফর ইকবালসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোগলাডাঙ্গী এম.আই কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা প্রেসক্লাবের সভাপতি ও মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন।