Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আলফাডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে অবৈধ ক্লিনিক মালিক ও ভুয়া ডাক্তারের কারাদন্ড

॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুর জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস ও র‌্যাবের একটি দল গতকাল ২রা নভেম্বর দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা থানার পপুলার(প্রাঃ) হাসপাতাল এবং হেলথ এইড মেডিকেল সেন্টারে অভিযান চালায়।
এ সময় অনুমোদনবিহীনভাবে ক্লিনিক ব্যবসা পরিচালনা করার অপরাধে পপুলার(প্রাঃ) হাসপাতালের মালিক মোঃ বায়েজীদ(২৯) এবং হেলথ এইড মেডিকেল সেন্টারের ভুয়া ডাক্তার সুখেন কুমার বিশ্বাস (২৬)কে আটক করা হয়। পরে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ক্লিনিক মালিক বায়েজীদকে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারী ক্লিনিক ল্যাবরেটরী(নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩(২) ধারায় এবং ভুয়া ডাক্তারকে সুখেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।