Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলার ১হাজার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ করলেন এমপি

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলায় ২০১৭-২০১৮ মৌসুমে গম, ভুট্টা, সরিষা ও বিটি বেগুন উৎপাদান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ২রা নভেম্বর দুপুরে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ১৪টি ইউনিয়নে ১হাজার কৃষকের মাঝে ৩০কেজি রাসায়নিক সার ও ২০ কেজি করে বীজ বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম.এ খালেক ও উপজেলা কৃষি অফিসার মোঃ রকিব উদ্দিন বক্তব্য রাখেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাচ্চু, রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাশেম মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল হোসেন, মোঃ হাবিবুর রহমান, মানিক কুমার দাস ও মাহফুজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আমাদের সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকরা যদি ভাল থাকে তাহলে দেশ ভাল থাকবে। তাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক বাঁচাতে নানা ধরণের উদ্যোগ নিয়েছেন। কৃষিতে ভুর্তকি দিচ্ছেন। এখন আর সারের জন্য লাইনে দাঁড়ানো লাগে না। আপনাদের প্রচেষ্টার ফলে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের জিপিবি’র হার এখন ২৩%। এটাও সম্ভব হয়েছে আপনাদের জন্যে। তাই ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগকে আরেকটিবার সুযোগ দিতে হবে। যাতে আওয়ামীলীগ আরেকটি বার ক্ষমতায় আসে। কৃষকরা পাশে থাকলে তাহলে আগামী নির্বাচনে আওয়ামীলীগ আবারো ক্ষমতায় আসবে।