Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় জেডিসি ও এসএসসি(ভোক) নবম শ্রেণির পরীক্ষায় ২জন বহিস্কার

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১লা নভেম্বর শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি, জেডিসি ও এসএসসি (ভোক) নবম শ্রেণির পরীক্ষা-২০১৭ শুরু হয়েছে।
তবে জেডিসিতে পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে রুপা খাতুন নামের ১জন এবং এসএসসি (ভোক) নবম শ্রেণির পরীক্ষায় কাজী আব্দুল মাজেদ একাডেমী ভেন্যু কেন্দ্রে ঝর্ণা খাতুন নামের অপর ১জন পরীক্ষার্থী নকল করার দায়ে বহিষ্কার হয়েছে।
জানাযায়, জেডিসিতে পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে ৪৬১জন পরীক্ষার্থীর মধ্যে ২১জন অনুপস্থিত ছিল। এছাড়া পাংশা শাহজুঁই(রঃ) কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে ৩৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন অনুপস্থিত ছিল। জেএসসিতে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১হাজার ৯৬৫জন পরীক্ষার্থীর মধ্যে ২৫জন অনুপস্থিত ছিল। জেএসসির মাছপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১হাজার ৬১৪জন পরীক্ষার্থীর মধ্যে ২৯জন অনুপস্থিত ছিল। এসএসসি ভোক নবম শ্রেণির ২০৪জন পরীক্ষার্থীর মধ্যে ৯জন অনুপস্থিত ছিল। এরমধ্যে কাজী আব্দুল মাজেদ একাডেমী ভেন্যু কেন্দ্রে ১জন পরীক্ষার্থী বহিষ্কার হয়।
রাজবাড়ীর এডিসি(শিক্ষা) মোঃ সাদেকুর রহমান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন ও এসিল্যান্ড শেখ রাশেদউজ্জামান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।