Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দ উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক সভা

॥আবুল হোসেন॥ “বাল্য বিয়ে বন্ধ করি, শিশুর অধিকার সুরক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারী সংস্থা ব্র্যাকের উদ্যোগে গতকাল মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দে ‘বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় শীর্ষক সভা অনুষ্ঠিত।
ব্র্যাক-জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচীর উদ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়র উপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, ব্র্যাক জেলা প্রতিনিধি নেফাজ উদ্দিন, জেলা ব্যবস্থাপক মোঃ মশিউর রহমান, সাংবাদিক রাশেদ রায়হান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা শরিফুর রহমান ও ব্র্যাক গোয়ালন্দ উপজেলা ব্যবস্থাপক মোঃ রিপন উদ্দিন প্রমুখ।