Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন

॥তনু সিকদার সবুজ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার (অতিরক্ত দায়িত্বপ্রাপ্ত) সুবর্ণা রাণী সরকার গতকাল ৩১শে অক্টোবর দুপুর ১২টায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্লা, সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, সিনিয়র শিক্ষক সামছুল আলম মন্টু, খন্দকার মনির আযম মুন্নু, সহকারী শিক্ষক কামরুল ইসলাম, মুকুল হোসেন মৃধা, নজরুল ইসলাম, অদ্বৈত মন্ডল ও সহকারী গ্রন্থাগারিক মোঃ সোহেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ল্যাব পরিদর্শন শেষে সহকারী প্রোগ্রামার(অতিরক্ত দায়িত্বপ্রাপ্ত) সুবর্ণা রাণী সরকার বিদ্যালয়ের পরিদর্শন খাতায় তার মন্তব্যে উল্লেখ করেন, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবটি ডিজিটাল ডিভাইড প্রশমনে সহায়ক ভূমিকা রাখছে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে অগ্রণী ভূমিকা পালন করছে।