॥স্টাফ রিপোর্টার॥ বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে ও কালুখালী উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল ৩০শে অক্টোবর সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মোঃ মোক্তার হোসেন মল্লিক। এ সময় কালুখালী উপজেলাতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বর্তমান সরকার একটি টেকসই অর্থনীতির ভিত গড়ে তোলা, দারিদ্র নির্মূল, খাদ্য নিরাপত্তা গড়ে তোলা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, নিরক্ষরতা দূরীকরণ, বিদ্যুৎ ও জ্বালানী খাতের উন্নয়ন, শিল্প ও বাণিজ্যের প্রসার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন, নারীর ক্ষমতায়ন ও সুশাসন নিশ্চিত করা এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা প্রভৃতি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বর্তমানে সরকার এসডিজি ২০৩০ বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। যে সকল সূচক একটি দেশকে উন্নতির নির্দেশনা দেয় বর্তমান সরকারের আমলে তার প্রতিটি সূচকে বাংলাদেশ কাঙ্খিত সফলতা অর্জন করেছে। শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে, শিক্ষার্থীদের ঝরে পড়ার হার হ্রাস পেয়েছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানো হয়েছে। গত ৯বছরে রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, হাসপাতাল প্রভৃতির যে উন্নয়ন হয়েছে তা গত ৩দশককেও ছাড়িয়ে গেছে। বিশ্ব দরবারে বাংলাদেশ বর্তমানে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ব অর্থনীতিতে যে ৫টি দেশকে উদীয়মান শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশ তার অন্যতম। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, বিদ্যুৎ উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই দেয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার চালু করা হয়েছে। এসব সেন্টার থেকে বিভিন্ন সরকারী ফরম, নোটিশ, পাসপোর্ট, ভিসা, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক তথ্য, চাকরীর খবর, পরীক্ষার ফলাফল, জন্ম-মৃত্যুর নিবন্ধন সনদ, বিদেশ গমনেচ্ছুক কর্মীদের রেজিস্ট্রেশন, বিদ্যুৎ বিল পরিশোধ, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট যোগাযোগ, ই-মেইল সুবিধাসহ নানা সেবা প্রদান করা হচ্ছে। দেশের সকল জনগণের প্রতি এ সরকারের অঙ্গীকার রয়েছে। সে অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। জাতির জনকের লালিত স্বপ্নের সোনার বাংলা এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।