॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সাপ্তাহিক রাজবাড়ী খবরের আয়োজনে গতকাল ২৮শে অক্টোবর বেলা ১১টায় ইনডোরস স্টেডিয়াম প্রাঙ্গনে এবং মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ-এর সার্বিক সহযোগিতায় ৫ম, ৮ম ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, সুরকার, গীতিকার, গায়ক ও গবেষক প্রাকৃতজ শামিম রুমি টিটন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, এশিয়ান হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ নুরে আলম সিদ্দিকী, সাপ্তাহিক রাজবাড়ী খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ নূরুল ইসলাম শিকদার, শিখা আলম, গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বাবর আলী, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বিলু, ডাঃ সুধীর কুমার বিশ্বাস, আতিয়ার রহমান, সোহাগ মিয়া, রিপন শিকদার প্রমুখ। মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ-এর পরিচালক ও সাপ্তাহিক রাজবাড়ীর খবরের নির্বাহী সম্পাদক মোঃ সেলিম মুন্সি’র সভাপতিত্বে ও অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষিকা ফরিদা আক্তার।
অনুষ্ঠানে ৫ম, ৮ম ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।