॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী মুসলিম মিশন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় গত ২৬শে অক্টোবর বেলা ১২টায় সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার হোসেন তকদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উইনার গ্রুপ অব কোম্পানী লিঃ এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বেলগাছী আলীমুজ্জামান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদ চৌধুরী, আফরা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এমদাদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সম্পাদক আলহাজ্ব আব্দুল আজিজ, চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান প্রমুখ।
বেলগাছীর মুসলিম মিশন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় সুধী সমাবেশ
