Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলার তিন বছর মেয়াদী অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার তিন বছর মেয়াদী অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত ত্রৈমাসিক সভা গতকাল ২৬শে অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য মোঃ শাহজাহান আলী মোল্লা গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. এ.কে.এম আজাদুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মুহাম্মদ রফিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাঈম আস সাকীব, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দিন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আ.ন.ম আবুজর গিফারী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর আমিনুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের রাজবাড়ী প ও র বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আরিফুর রহমান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী বিনয় কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
সভায় রাজবাড়ী জেলার তিন বছর মেয়াদী অগ্রাধিকার কর্মপরিকল্পনার অন্তর্ভুক্ত বিষয়সমূহের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নতকরণ, জেলা/উপজেলা পর্যায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীতে মুক্তিযুদ্ধ বিষয়ক কর্ণার স্থাপন, মানসম্মত শিক্ষা বিস্তার, বিজ্ঞানাগারসমূহের নিয়মিত ব্যবহার নিশ্চিতকরণ, গণিত, বিজ্ঞান ও ইংরেজী অলিম্পিয়াড আয়োজন, শুদ্ধ বাংলা চর্চা প্রতিযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানে ফল ও ফুলের বাগান সৃজন, বিতর্ক ক্লাব প্রতিষ্ঠান, আন্তঃক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, প্রত্যেক উপজেলায় ন্যূনতম ১টি শিক্ষা প্রতিষ্ঠানকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে তৈরী করা, ১টি করে শিক্ষা ট্রাস্ট গঠন, ঋতুভিত্তিক ক্যালেন্ডার ও ইভেন্ট ম্যাপ তৈরী, উপজেলা পরিষদের সহায়তায় শিক্ষকদের প্রশিক্ষণ, ভূমি ব্যবস্থাপনা, মোবাইল কোর্ট, বিভিন্ন লাইসেন্স প্রদান কার্যক্রমকে ডিজিটালাইজেশনের আওতাভুক্তকরণ, সকল সরকারী দপ্তরে সিসিটিভি স্থাপন, জেলা ও উপজেলা পর্যায়ে ওয়াই-ফাই জোন স্থাপন, ভূমি সেবা সহজীকরণ, ভূমি মেলার আয়োজন, জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলে জনসচেতনামূলক সভা/সমাবেশের আয়োজন, জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহকে কার্যকর করা, বাল্যবিবাহ রোধকল্পে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠন, নিরাপদ সড়ক কমিটি গঠন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে ট্যালেন্ট হান্ট, জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের হালনাগাদ ডাটাবেজ তৈরী, কর্মজীবী মায়েদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরী, জেলা ব্র্যান্ডিং, মানব সম্পদ উন্নয়ন কার্যক্রম গ্রহণ, ল্যাংগুয়েজ ক্লাব তৈরী, সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপকারভোগীদের তালিকা তৈরী, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সিটিজেন জার্নালিজম গ্রুপ গঠন, দুর্যোগ প্রতিরোধে প্রস্তুতি গ্রহণ, ইকোপার্ক তৈরী, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নির্মাণ এবং দৌলতদিয়া ঘাট পতিতালয়ের নিবাসীগণের শিশু সন্তানদের স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সেফ হোমের মাধ্যমে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় কমিটির উপদেষ্টা বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সদস্য মোঃ শাহজাহান আলী মোল্লা গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, রাজবাড়ীর বর্তমান জেলা প্রশাসক মোঃ শওকত আলী যোগদানের পরপরই জেলার উন্নয়নে তিন বছর মেয়াদী অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং তা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করেন।
উক্ত কর্মপরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগের গত ০৩/১০/২০১৭ইং তারিখের ০৪.০০.০০০০.৫১২.৩৫.০৬০.১৬-৪৬১ নং স্মারকে অনুমোদিত হয় এবং বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সদস্য মোঃ শাহজাহান আলী মোল্লাকে এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন তদারকির জন্য উপদেষ্টা নিয়োগ করা হয়। তার গত ১৯/১০/২০১৭ইং তারিখের ৮০.০০.০০০০.৮১২.০৩৬.০০১.১৭-০৩ নং স্মারকের পত্রের নির্দেশনা অনুযায়ী গতকাল ২৬শে অক্টোবর রাজবাড়ী জেলার ৩ বছর মেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত ত্রৈমাসিক সভার আয়োজন করা হয়।
কমিটির উপদেষ্টা বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সদস্য মোঃ শাহজাহান আলী মোল্লা আজ ২৭শে অক্টোবর রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালিয়াকান্দি উপজেলা সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন।