॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল ২৫শে অক্টোবর দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় শুরু হওয়া প্রতিযোগিতায় ১০০ জন শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিকেল ৫টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ৯জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে ১টি করে পেন্সিল ও নাস্তা দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ই এপ্রিল পহেলা বৈশাখে রাজবাড়ী সদর উপজেলা শিল্পকলা একাডেমী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রধান অতিথি হিসেবে উপজেলা শিল্পকলা একাডেমী উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। মাত্র ১২জন শিক্ষার্থী দিয়ে সঙ্গীত ও আবৃত্তি ২টি বিভাগ চালু হলেও ৬মাস শেষে বর্তমানে ৩টি বিভাগে(চিত্রাংকন, আবৃত্তি ও সঙ্গীত) শিক্ষার্থীদের সংখ্যা ১০০ জনে পৌঁছেছে।