॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল গত ২৫শে ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পতিতালয় এলাকা থেকে ২গ্রাম হেরোইনসহ বিক্রেতা ওসমান মোল্লা(৪৭)কে গ্রেফতার করেছে ।
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক মোঃ আমিরুজ্জামান জানান, গত ২৫শে ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদক বিরোধী রেইডিং পার্টি গঠন করে পতিতালয়স্থ হান্নান চৌধুরীর বাড়ীর সামনে থেকে ওসমান মোল্লাকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশী করে ২গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সে বাহিরচর দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার মৃত অকেল মোল্লার ছেলে।
এ বিষয়ে গতকাল ২৬শে ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা গ্রেফতার
