Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ইলিশ এখন বিক্রি হচ্ছে ফেরী করে !

॥রেজাউল করিম॥ ২২দিনের সরকারী নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সারা দেশের ন্যায় রাজবাড়ীর জেলেরাও ইলিশ শিকারে মেতে উঠেছে। গত ২২শে অক্টোবর দিনগত রাত ১২টার পর থেকে জেলেরা অবাধে ইলিশ মাছ ধরতে পারছে। তাদের জালে ধরাও পড়ছে প্রচুর ইলিশ।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম, অন্তারমোড়, কুশাহাটাসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলেরা কয়েক ঘন্টা পর পর নদী থেকে ইলিশ মাছ নিয়ে পাড়ে এসে বেপারীদের কাছে বিক্রি করে আবার নদীতে ফিরে যাচ্ছে মাছ ধরতে।
দৌলতদিয়া এলাকায় দেখা যায়, মাছ ধরা নৌকাগুলো নদীর পাড়ে আসা মাত্র বেপারীরা মাছ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। বড় সাইজের ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ৩০০ থেকে ৩৫০ টাকা এবং ২৫০-৩০০ গ্রামের ইলিশ ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেপারীরা প্রতি ১ কেজিতে ধলতা হিসেবে ১০০ গ্রাম করে ইলিশ বেশী নিচ্ছে।
বেপারী মতিন শেখ বলেন, আমার ব্যবসায়ী জীবনে এত ইলিশ পদ্মা নদীতে কখনো দেখিনি। তিনি আরো বলেন, শুধু হাট-বাজারেই নয়-গোয়ালন্দ, রাজবাড়ী, খানখানাপুর, কুটিরহাট, কোলার হাট, গোয়ালন্দ মোড়, ফেলুর দোকান, পাঁচুরিয়া, কুটিপাঁচুরিয়া, বরাট, জামতলা, মমিনখার হাট, আরিফ বাজার, সম্রাট নগর বাজার, বসন্তপুর, সাইনবোর্ড বিভিন্ন স্থানে গ্রামে গ্রামে ফেরী করেও ইলিশ বিক্রি হচ্ছে।