Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলার শরিষা ও কসবামাজাইল ইউপির ৫১৪টি পরিবারে বিদ্যুতের স্বপ্ন বাস্তবায়ন করলেন এমপি জিল্লুল হাকিম

॥সৈকত শতদল॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শরিষা ইউপির শরিষা প্রেমটিয়া হাইস্কুল মাঠে গতকাল ২৪শে অক্টোবর সন্ধ্যায় বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে শরিষা ও কসবামাজাইল ইউপির শরিষা খালপাড়া, বাঘারচর, পালের ডাঙ্গী এবং ডেমনামারা ও দীঘলহাট গ্রামের ৭.০৩৬ কিলোমিটার পল্লী বিদ্যুতের নতুন বৈদ্যুতিক লাইনের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম সুইচ টিপে বাতি জ্বালিয়ে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করেন।
পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক অধ্যাপক আশিষ কুমার বর্ধনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম গোলদার, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হেসেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, শরিষা ইউপি চেয়ারম্যান ও শরিষা ইউপি আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহার বিশ্বাস ও শরিষা ইউপির সাবেক চেয়ারম্যান ও শরিষা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোবাহান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সামিউল বাহার পিকুল বিশ্বাস।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ওহাব মন্ডল, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বিবরণ তুলে ধরে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে বিগত ইউপি নির্বাচনে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
জানাযায়, ১কোটি ৫লাখ ৫৪হাজার টাকা ব্যয়ে শরিষা ও কসবামাজাইল ইউপির শরিষা খালপাড়া, বাঘারচর, পালের ডাঙ্গী এবং ডেমনামারা ও দীঘলহাট গ্রামের ৭.০৩৬ কিলোমিটার পল্লী বিদ্যুতের লাইনের নতুন সংযোগ পেলেন ৫১৪টি পরিবার।
গতকাল মঙ্গলবার শরিষা ইউপিতে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধনের ফলে পাংশা উপজেলায় মোট নির্মিত লাইনের পরিমান হলো ৭৫৩.৭৫১ কিলোমিটার। এরমধ্যে মোট গ্রাহক সংখ্যা হলো ৩৪হাজার ৫৭৮জন। মোট বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা হলো ১৬৫টি। পল্লী বিদ্যুতের উদ্বোধন অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।