Site icon দৈনিক মাতৃকণ্ঠ

খানখানাপুরে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

॥রেজাউল করিম॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের কিশোরী(১৪) নামে এক কিশোরী স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।
জানাগেছে, খানখানাপুর মিয়াপাড়া গ্রামের মোকসেদ মোল্লার মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রীকে পরিবারের পক্ষ থেকে গতকাল ২৫শে ডিসেম্বর বাল্য বিবাহ দেওয়ার আয়োজন করা হয়। এ খবর পেয়ে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এস.আই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়ীতে গিয়ে বিবাহ বন্ধ করে দেন।
খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, এ বিষয়টি আমি আগে জানলে কোন অবস্থাতেই বিবাহের আয়োজন করতে দিতাম না। একজন কিশোরীকে বাল্য বিবাহের হাত থেকে বাঁচানোর জন্য পুলিশকে ধন্যবাদ জানাই।