॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ২৩শে অক্টোবর বেলা ৩টায় কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সাওরাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ভূমি অফিস ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। এ সময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাজেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, সাওরাইল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, ইউনিয়ন পরিষদের সচিব জুবাইর রহমান ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শংকর প্রসাদ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ শওকত আলী সাওরাইল ইউপির চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছ থেকে ইউনিয়নের সমস্যাগুলো শোনেন এবং সেগুলোর সমাধানে দিক-নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, তৃণমূল থেকে আমার প্রধান কাজ হবে শিক্ষা খাতের উন্নয়ন করা। কালুখালী উপজেলার একটি দূরবর্তী ইউনিয়ন সাওরাইল, তাই এই ইউনিয়নবাসীর সমস্যা সমাধান করার জন্যই আমার আস। আমি রাজবাড়ী জেলার সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই।
এ সময় তিনি সাওরাইল ইউপির মোহাম্মদ আলী একাডেমীতে প্রয়োজন অনুযায়ী বেঞ্চ প্রদান, নদী ভাঙ্গন কবলিত পরিবারের মধ্যে গৃহ নির্মাণে ৫০টি ঘর বরাদ্দ এবং কিছু রাস্তা পুনঃ নির্মাণের আশ্বাস দেন। তিনি সাওরাইল ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।