॥স্টাফ রিপোর্টার॥ ‘দেশের মানুষের ন্যুনতম গণতান্ত্রিক অধিকার নেই’ বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য সফররত রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
গত ২২শে অক্টোবর লন্ডনের স্থানীয় সময় রাত ১১টায় সেখানকার জনপ্রিয় চ্যানেল আই’র ‘স্ট্রেইট ডায়ালগ’ টক শো’তে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। দেড় ঘন্টার টক শো’টি উপস্থাপনা করেন প্রখ্যাত সাংবাদিক চ্যানেল আই’র ইউরোপীয় ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী। অনুষ্ঠানে সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম একাই অতিথি ছিলেন।
দেশের মানুষের ন্যুনতম গণতান্ত্রিক অধিকার নাই –লন্ডনে চ্যানেল আই’র টক শো’তে সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
