Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনালের সামনে ট্রাক উদ্ধারে এসে উদ্ধারকারী চেইন কপ্পার শ্রমিক নিহত

॥ইউসুফ মিয়া/দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনালের সামনে খানাখন্দরে ভরপুর আঞ্চলিক মহাসড়কের গর্তে আটকে পড়া বালু বোঝাই ট্রাক উদ্ধার করতে এসে দিনার শেখ(৩০) নামের এক উদ্ধারকারী গাছের চাপায় নিহত হয়েছে।
গত ২১শে অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দিনার শেখ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার আব্দুর রহমানের ছেলে। প্রায় ২বছর ধরে সে উদ্ধারকারী চেইন কপ্পার হিসেবে কর্মরত ছিল।
জানাগেছে, গত ২১শে অক্টোবর সকাল ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে বালু বোঝাই ১০চাপার একটি ট্রাকটি(ঢাকা-মট্রো-ট-১৮-৯৮২৪) শ্রীপুর বাস টার্মিনালের সামনে একপাশ দেবে গর্তে পড়ে যায়। ট্রাকের চালক ও সহকারীরা নিজস্ব চেষ্টায় ট্রাকটি উদ্ধারে ব্যর্থ হয়ে ফরিদপুরের একদল চেইন কপ্পারকে খবর দেয়। রাত সাড়ে ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বাস টার্মিনালের সামনের একটি বাবলা গাছে চেইন ব্যবহার করে চেইন কপ্পাররা উদ্ধার কাজ শুরু করলে অতিরিক্ত বালু বোঝাই ট্রাকটি উদ্ধারের চেষ্টাকালে চেইন কপ্পারের কর্মী দিনার শেখের উপর বাবলা গাছটি উপড়ে পড়লে সে মারাত্মকভাবে আহত হয়। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, সড়কের বেহাল দশা এবং অতিরিক্ত বালু বোঝাই করাই এই দুর্ঘটনার জন্য দায়ী।