Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভা

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ‘সাবধানে চালাব গাড়ী, নিরাপদে ফিরব বাড়ী’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা সড়ক বিভাগ ও জেলা বিআরটিএ’র আয়োজনে গতকাল ২২শে অক্টোবর সকালে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নেতৃত্বে কালেক্টরেটের আ¤্রকানন চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. এ.কে.এম আজাদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলামসহ সড়ক বিভাগ ও বিআরটিএ’র কর্মকর্তাগণ, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
র‌্যালী শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. এ.কে.এম আজাদুর রহমান এবং জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিবি’র ইন্সপেক্টর আবদুল্লাহ আল তায়াবির, বিআরটি’র কর্মকর্তা মোঃ ফয়সাল আহম্মেদ, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হাসান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ ও জেলা অটোরিক্সা মালিক সমিতির সভাপতি আইয়ুব খান প্রমুখ। এ সময় সড়ক বিভাগ ও বিআরটিএ’র কর্মকর্তাগণ, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ, অটোরিক্সা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শওকত আলীসহ অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কসহ রাজবাড়ী জেলার মহাসড়ক, জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং বিভিন্ন সড়কের বর্তমান অবস্থা, সড়কগুলোর উন্নয়ন কর্মকান্ড, সড়কে যে সব যানবাহন চলাচল করে সেসব যানবাহনের মালিক ও চালকদের ত্রুটিপূর্ণ গাড়ী রাস্তায় না চালানো, অটোরিক্সা ও থ্রী হুইলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং মহাসড়কে না চালানো, চালকদের আট ঘন্টার বেশী গাড়ী না চালানো, ট্রাফিক আইন মেনে চলা, হেলপার দিয়ে গাড়ী না চালানো এবং বিআরটিএ বা অন্য কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রাফিক আইন ও অন্যান্য বিষয়ে চালকদের প্রশিক্ষণ প্রদানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।