Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে নির্মিত ৪৫টি দোকান সরিয়ে নিতে নোটিশ

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের নারায়নপুর এলাকায় কয়েক কোটি টাকা মূল্যের জেলা পরিষদের সরকারী জায়গায় প্রভাবশালী মহল কর্তৃক অবৈধভাবে নির্মিত ৪৫টি দোকান ৭দিনের মধ্যে সরিয়ে নিতে সংশ্লিষ্ট দোকানদারকে নোটিশ প্রদান করেছে জেলা পরিষদ কর্তৃপক্ষ।
রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত গত ১৮ই অক্টোবর প্রদত্ত নোটিশে বলা হয়েছে, জেলা পরিষদের মালিকানাধীন পাংশা উপজেলায় ১৯১নং নারায়নপুর মৌজায় অবৈধ স্থাপনা/দোকানঘর পত্র প্রাপ্তির ৭দিনের মধ্যে সরিয়ে নিতে হবে। অন্যথায় সরকারী নির্দেশ মোতাবেক আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় অবৈধ স্থাপনা/দোকানঘর উচ্ছেদ করা হবে এবং সরকারী বিধি মোতাবেক ব্যবস্থাগ্রহণ করা হবে।
গত ১৯শে অক্টোবর পাংশা শহরের ৪৫টি দোকানকে ব্যবসাকারীদের জেলা পরিষদের নোটিশ সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এরআগে পাংশা শহরের প্রধান সড়কের পাশে জেলা পরিষদের জায়গার সীমানা নির্ধারণে মাপজোক করা হয়।
এদিকে নোটিশ পাওয়া কয়েকজন দোকানদারের সাথে কথা বলে জানাগেছে, তারা দোকানের মালিক নন ভাড়াটিয়া। স্থানীয় ৩জন প্রভাবশালী ব্যক্তি দোকান তৈরী করে তাদের কাছে ভাড়া দিয়েছেন। প্রতিমাসে মোটা অংকের টাকা ভাড়া দিয়ে ব্যবসা করেন। অথচ রহস্যজনক কারণে ওই ব্যক্তিদের নামে নোটিশ দেওয়া হয়নি।