Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে ইলিশ রক্ষা অভিযানে আটক ১৮জন জেলের কারাদন্ড

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে গতকাল ১৯শে অক্টোবর ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত সদর উপজেলাধীন চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ঘাট থেকে পাবনার নাজিরগঞ্জ পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ মাছ ধরার দায়ে ১৮জন জেলেকে আটক করা হয়।
এ সময় তাদের নিকট থেকে আনুমানিক ২০ হাজার মিটার জাল জব্দ ও ৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে(১০, ৭ ও ১৫ দিন করে) কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব ও সাবরিনা শারমিন।
দন্ডিত জেলেরা হলো ঃ হামেদ শেখ(৩৫), মজিবর খান(৫৫), চানু(২০), যদু খান(৩০), মধু খান(৩৫), ইদ্রিস(২০), নজরুল(২০), জামাল(২৬), জাহিদুল(২৪), খোকন(২২), হাফিজুল(২০), রমজান আলী বিশ্বাস(৬০), এলাহী মোল্লা(৪০), লিটু গাজী(৩৫), খোকন প্রামানিক(৩৫), মুকুল বিশ্বাস(২২), আকু বিশ্বাস(৬০) ও শামীম মোল্লা(২৫)। তাদের বাড়ী রাজবাড়ী ও পাবনা জেলার বিভিন্ন এলাকায়।
অভিযান শেষে জব্দকৃত জাল সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের কালিতলা ঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ইলিশ মাছ ২টি মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব এবং জেলা মৎস্য অফিসার মোঃ মজিনুর রহমানসহ একদল আনসার সদস্য অংশগ্রহণ করেন।