Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী ডক্টরস কেয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

॥কবির হোসেন॥ রাজবাড়ী শহরের সজ্জনকান্দা পাবলিক হেলথ মোড়ে অবস্থিত ডক্টরস কেয়ার ডায়াগনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টারে গতকাল ২৫শে ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ স্বপন কুমার মন্ডল, সহকারী অধ্যাপক(রক্তরোগ) ডাঃ মোঃ কামরুজ্জামান, সহকারী অধ্যাপক(চক্ষু বিভাগ) ডাঃ মোঃ আমজাদ হোসেন, প্রাক্তন কনসালটেন্ট (শিশু বিভাগ) ডাঃ নাজনীন সরকার, সহকারী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজী) ডাঃ এম.এন শাহিন-উল-ইসলাম, সহকারী অধ্যাপক (মেডিসিন) ডাঃ মোঃ ইকবাল হোসেন, গোপালগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালের কনসালটেন্ট (হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ) ডাঃ মোঃ শামীম আহসান, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাঃ মোঃ মাফুজুল হক রায়হান ও ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের বক্ষব্যাধি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ আসাদুজ্জামান বিশ্বাস রোগী দেখেন ও তাদেরকে চিকিৎসাপত্র দেন এবং রাজবাড়ী সদর হাসপাতালের এনেসথেসিয়া বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইকরামুল করিম উল্লাস আল্ট্রাসোনোগ্রাম করেন।
মেডিকেল ক্যাম্পে শুধুমাত্র রোগীদের চিকিৎসাপত্র দেওয়া হয়, কোন ওষুধ ফ্রি দেওয়া হয়নি। এছাড়াও আল্ট্রাসোনোগ্রামসহ সকল প্রকার পরীক্ষায় শতকরা ২৫ ভাগ ছাড় দেওয়া হয়। বিভিন্ন ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভগণ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।