Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা বিএনপির খালেক-হারুন গ্রুপের মিছিল পুলিশের বাঁধায় পন্ড

॥স্টাফ রিপোর্টার॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে আগমন উপলক্ষে গতকাল ১৮ই অক্টোবর বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির খালেক-হারুন গ্রুপের উদ্যোগে শুভেচ্ছা মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়েছে। শহরের রেলস্টেশন এলাকায় শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়েছিল।
তবে অতিরিক্ত পুলিশ মোতায়ন ও সড়কে পুলিশের বড় পিকআপ দিয়ে বেরীকেট দিয়ে রাখায় মিছিল বের করতে না পেরে জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ এম.এ খালেকের চেম্বার সামনে অবস্থান নেন কয়েকশত নেতাকর্মি। পরে সন্ধ্যা ঘনিয়ে এলে ফিরে যান নেতাকর্মিরা।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ কামরুল আলম, সাবেক সহ-সভাপতি এডঃ হাবিব হেনা, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক রইছ উদ্দিক ডিউক, দপ্তর সম্পাদক খন্দকার নুরুল নেওয়াজ, সদস্য রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম কাশেম, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডঃ কে.এ বারী কুটিন, জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সহ-প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান আরিফ, জেলা বাস্তহারা দলের সভাপতি মহব্বত হোসেন খোকন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান ঝন্টু, ছাত্র নেতা রাসেল শেখ, মেহেদী হাসান তোতা, নাজমুস সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হারুন জানান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে আগমন উপলক্ষে আমরা রাজবাড়ীতে শুভেচ্ছা মিছিলের আয়োজন করেছিলাম। কিন্তু পুলিশ শুভেচ্ছা মিছিল বের করতে নিষেধ করে। এছাড়াও তারা সড়কে পিকআপ দিয়ে বেরীকেট করে রাখায় আমরা শুভেচ্ছা মিছিল বের করতে পারেনি। একটি গণতান্ত্রিক দেশে এ ধরণের ঘটনা খুবই দুঃখ জনক।