॥মোক্তার হোসেন॥ অদম্য ইচ্ছা দৃঢ়মনোবল ও কঠোর অধ্যবসায় কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো যায়-তার উজ্জ্বল দৃষ্টান্ত ২বছর বয়সে পোলিও রোগে এক ১পা বিকলাঙ্গ হওয়া মিনারা খাতুন।
মিনারা খাতুন এ বছর পাংশা সরকারী কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এম.এস.এস শেষ পর্ব পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার কৃতিত্ব লাভ করেছেন। বর্তমানে তিনি রাজবাড়ী টিসার্স ট্রেনিং কলেজে বি.এড শেষ সেমিস্টারের পরীক্ষার্থী। ১টি বাঁশের লাঠিতে ভর দিয়ে অতিকষ্টে তিনি স্কুল, কলেজে যাতায়াত করেন।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের হুলাইল গ্রামে মরহুম তাজুল ইসলামের আট মেয়ে ও দুই ছেলের মধ্যে মিনারা ৭ম। ইতিমধ্যে তার ছয় বোনের বিবাহ সম্পন্ন হয়েছে। ছোট বোন পাপিয়া ডিগ্রিতে অধ্যয়নরত। ভূমিহীন দরিদ্র পরিবার মাত্র ৩১ শতাংশ জমিতে বাড়ী, কোনোমতে মাথাগুজে থাকেন তারা।
এদিকে অতিকষ্টে লেখাপড়া শিখে কর্ম করে বেঁচে থাকতে চান মেধাবী মিনারা। একটি কর্মস্থানের ব্যবস্থা হলে মিনারা’র যোগ্য পাত্রের সাথে বিয়ে হবে, সংসার হবে, সমাজের আর দশটি মেয়ের মত সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবেন তিনি। এমন প্রত্যাশাই মিনারার।