Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে আটক ইলিশ শিকারী ৪০জন জেলের কারাদন্ড

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারী অপরাধে ৪০জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ১৭ই অক্টোবর দুপুর ১২টার দিকে পৃথকভাবে সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী ১৯জনকে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ্লু ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন ২১জন জেলেকে ভ্রাম্যামান আদালত পরিচালনার মাধ্যমে এ কারাদন্ড প্রদান করেন। এ সময় ১৯জন জেলেকে ১০দিন ও ২১জন জেলেকে ৭দিন করে কারাদন্ড প্রদান করা হয়। এ সময় ৮০ হাজার মিটার জাল ও ১১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়।
অভিযানের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমান, জেলা মৎস্য অফিসার মোঃ মজিনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব, সদর উপজেলা মৎস্য অফিসার বিজন কুমার নন্দী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।