॥স্টাফ রিপোর্টার॥ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা মেধাচয়ন একাডেমী স্কুলের মাঠে গতকাল ১৭ই অক্টোবর ইস্পাহানী কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।
এ উপলক্ষে বালিশ খেলা, হাড়িভাঙ্গা, নাটক ও লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও মেলায় ইস্পাহানী এগ্রো লিমিটেডের ৩টি স্টলে কৃষি পণ্য ও প্রযুক্তি প্রদর্শনী করা হয়।
ইস্পাহানী এগ্রো লিমিটেডের রাজবাড়ী জেলার ডিলার মেসার্স আরাফাত কৃষি ভান্ডারের সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা, কালুখালী উপ-সহকারী কৃষি অফিসার অলোক কুমার প্রামানিক, রাজবাড়ী সদর উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার অরুণ কুমার সরকার, ইস্পাহানী এগ্রো লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার আবু আসাদ সাইফুর রহমান, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সবুর খান লিমন, দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তোমছেল আলী মোল্লা, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আজিজ ও মেসার্স আরাফাত কৃষি ভান্ডারের প্রপাইটর মোঃ আলাউদ্দিন হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবিত আছেন বলেই দেশে শান্তি আছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার সরকারী কর্মচারীদের বেতন দ্বিগুন করেছেন। এরপরও তারা ঘুষ খায়। আপনারা কেউ ঘুষ খাবেন না। দুর্নীতি করবেন না। তিনি বলেন, ইস্পানী এগ্রো ভাল একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এতে কৃষকরা উপকৃত হবেন।