Site icon দৈনিক মাতৃকণ্ঠ

১০লক্ষ মিটার জব্দকৃত জাল ধ্বংস॥র‌্যাবের সহযোগিতায় পাংশায় ইলিশ রক্ষা অভিযানে আটক ৫জন জেলের ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৭ই অক্টোবর বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাংশা উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে যৌথভাবে অভিযান চালিয়ে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ৫জন জেলেকে আটক করাসহ আনুমানিক ১০লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ৮০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে।
পরে আটককৃত জেলেদেরকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বাংলাদেশ দন্ড বিধির ১৮৮ ধারায় প্রত্যেককে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন।
দন্ডিত জেলেরা হলো ঃ রাজবাড়ীর পাংশা উপজেলার চরআফড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে বিল¬াল প্রামানিক(৫০), কালুখালী উপজেলার সাতউঠা গ্রামের মৃত ইয়াকুব আলী শেখের ছেলে আঃ রব শেখ(৫০), একই গ্রামের কালু শেখের ছেলে রওশন শেখ(৪০), পাবনার সুজানগর থানার চাঁদবাড়ী গ্রামের রঞ্জিত শেখের ছেলে তাসির উদ্দিন(৪৬) এবং একই থানার এমদাদপুর গ্রামের রনি প্রামানিকের ছেলে কাশেম প্রামানিক(৪০)। মৎস্য অফিস অভিযানে সহযোগিতা করে। অভিযানে উদ্ধারকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।