॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ১৫ই অক্টোবর রাত ১০টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর থানাধীন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে সরকারী নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ মাছ ধরার অপরাধে ১৮জন জেলেকে আটক করাসহ ১০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ২মন ইলিশ মাছ উদ্ধার করে।
পরে আটককৃত জেলেদেরকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খানের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক প্রত্যেককে ৭দিনের কারাদন্ড প্রদান করেন। এছাড়াও উদ্ধারকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় প্রদান এবং জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দন্ডিত জেলেদের বাড়ী ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর থানার বিভিন্ন এলাকায়।
ফরিদপুরে র্যাবের অভিযানে আটক ১৮জেলের কারাদন্ড
