॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর এনজিও কেকেএস’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আয়োজনে গতকাল ১৫ই অক্টোবর সন্ধ্যায় শহরের ১নং বেড়াডাঙ্গার রেড ক্রিসেন্ট প্লাজার ২য় তলায় ‘কেকেএস শরৎ উৎসব ও গুণীজন সম্মাননা-২০১৭’ অনুষ্ঠিত হয়।
এনজিও কেকেএস’র নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান এবং ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপিকা শামীমা আক্তার মুনমুন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সঙ্গীত শিল্পী শাহানা পারভীন শানু।
অনুষ্ঠানে গুণীজন হিসেবে শিক্ষাবিদ ও নাট্যকার এবং রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম রফিক উদ্দিন, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ইদ্রিস মিয়া এবং ক্রীড়া সংগঠক ও কৃতি ফুটবলার মোঃ এনায়েতুর রহমানকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সবশেষে কেকেএস সাংস্কৃতিক গোষ্ঠীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা সনাকের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, সদর উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার বাগচীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।