॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহযোগিতায় রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ গতকাল ১৪ই অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে সরকারী নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ মাছ ধরার অপরাধে ৮জন জেলেকে আটক করে।
এ সময় তাদের নিকট থেকে ৫০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ২০কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে আটককৃত জেলেদেরকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলশাদ জাহান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ড বিধির ১৮৮ ধারায় প্রত্যেককে ৫দিনের কারাদন্ড প্রদান করেন।
দন্ডিত জেলেরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার হঠাৎপাড়া গ্রামের কুদ্দুস প্রামানিকের ছেলে রাশেদ প্রামানিক(২০), গোপালবাড়ী গ্রামের জালাল সরদারের ছেলে রবিন সর্দার(২০) ও সোহরাব শেখের ছেলে জুলহাস শেখ(২৫), ভবদিয়া গ্রামের লস্কর প্রামানিকের ছেলে কুদ্দুছ প্রামানিক(৩৫), বরাট বাজারের মৃত জোনাব আলী সরদারের ছেলে দুলাল সর্দার(৫০), চর বরাট গ্রামের মৃত গেদা শেখের ছেলে রজব আলী শেখ(৪০) ও আশরাফ মোল্লার ছেলে বাচ্চু মোল্লা(৪৫) এবং ব্রাক্ষ্মণদিয়া গ্রামের আবু মোল্লার ছেলে মোতালেব মোল্লা(২৮)। এ
ফরিদপুর র্যাব ক্যাম্প-৮ এর ২নং কোম্পানীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচ উদ্দিন জানান, জব্দকৃত ৫০হাজার মিটার কারেন্ট জাল গোদার বাজার ঘাট এলাকায় নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং দুইটি মাদ্রাসায় জব্দকৃত ইলিশগুলো বিতরণ করা হয়েছে।
অপরিদিকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৪ই অক্টোবর বেলা সাড়ে ৩টার দিকে পাংশা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে সরকারী নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ মাছ ধরার অপরাধে ৪জন জেলেকে আটক করে।
এ সময় তাদের নিকট থেকে ১০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। আটককৃত জেলেরা হলো ঃ পাংশা উপজেলার পূর্ব চরআফড়া গ্রামের আব্দুল শেখের ছেলে আজাদ শেখ(২৬), মৃত সোবহান শেখের ছেলে কালাম শেখ(২৫), মৃত গণি শিকদারের ছেলে ইসমাইল শিকদার(৪২) ও সোনাই কাজীর ছেলে শাহজাহান কাজী (৩৮)।
পরে আটককৃত জেলেদেরকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাখাওয়াত হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৬ ধারায় প্রত্যেককে ৫হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও উদ্ধারকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় প্রদান এবং জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।