Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে গতকাল ১৩ই অক্টোবর জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে র‌্যালী, আলোচনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী শুরু হয়।
র‌্যালী শেষে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার ও ডাঃ কানিজ ফাতেমা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ কন্যা শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনার গুরুত্বারোপ করেন এবং শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের তানিসা জান্নাত বেলা, দ্বিতীয় স্থান অধিকারী শেফা তাসকিয়া ও তৃতীয় স্থানী অধিকারী(যৌথ) তামান্না ছাঈদ তাসনিম ও তাসমিয়া জান্নাত মেধাকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ সহিদুর রহমান, বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য পারভীন মোরশেদ, নারী অঙ্গন সংস্থার সভানেত্রী শান্তনা বিশ্বাস, প্রান্তিক মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী নাজমা বেগম, চন্দনা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী আলেয়া পারভীন ও উদয়ন মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রেহেনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।